Connect with us

অবসর প্রসঙ্গে মুখ খুললেন সুনীল ছেত্রী

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪ সালের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। যদিও খুব বেশি দিন স্থায়ী হয়নি সেই সিদ্ধান্ত। ভারতীয় দলের প্রাক্তন কোচ মানেলো মার্কয়েজের অনুরোধে আবার দলে ফেরেন। কিন্তু এবার হয়তো পাকাপাকিভাবেই সরে দাঁড়াবেন আন্তর্জাতিক ফুটবল থেকে। জাতীয় দলের বর্তমান কোচ খালিদ জামিলকে এরকমই ইঙ্গিত দিলেন সুনীল ছেত্রী।

এএফসি কাপ যোগ্যতা অর্জন পর্বের বাংলাদেশ ম্যাচের দলে জায়গা হয়নি সুনীলের। আর তারপরেই একটি বিশেষ সাক্ষাৎকারে নিজের অবসর জল্পনা উসকে দিলেন ৪১ বছরের এই স্ট্রাইকার। তিনি বলেন, “দীর্ঘদিন ফুটবল খেলে আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে। আমার কোন আক্ষেপ নেই অবসর নিয়ে তবে একটা খারাপ লাগা আছে। শেষবার দেশকে এফসি কাপে যোগ্যতা অর্জন করাতে পারলাম না এটা ভেবে খারাপ লাগছে। যদিও আমি নিজের সেরাটা দিয়েছিলাম তাও এখানে ব্যর্থ হয়েছি।” যদিও এখনই ফুটবল থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর কথা বলেননি তিনি। বরং বলেছেন শেষবারের জন্য হলেও নিজেকে আরও একবার প্রমাণ করতে চান। বেঙ্গালুরু এফসির হয়ে আবারো মাঠে নামতে চান সুনীল ছেত্রী। “আমরা আইএসএল চ্যাম্পিয়ন হলে আরো একবার আন্তর্জাতিক ফুটবলে খেলার সুযোগ পাবো। তবে ৪২ বছরে দাঁড়িয়ে খেলা বেশ কঠিন। যদিও অবসরের আগে শেষ মরশুমে অন্তত ১৫ টি গোল করতে চাই।”

প্রসঙ্গত ২০২৪ এর জুনে অবসর নেওয়ার পর মূলত ২০২৭ এএফসি কাপের যোগ্যতা অর্জনের জন্যই সুনীলকে দলে ফিরিয়েছিলেন মানেলো। কিন্তু যোগ্যতা অর্জনের সেই দৌড় থেকে আগেই ছিটকে গেছে ভারত। তাই জাতীয় দলের হয়ে আর খেলতে চান না সুনীল এমনটাই জানিয়েছেন তিনি। “আমি খালিদ স্যারকে আমার সিদ্ধান্ত জানিয়েছি। এবং সত্যি বলতে এই সিদ্ধান্ত নেওয়াটা আমার পক্ষে মোটেই কঠিন ছিল না। আমি দলে ফিরেছিলাম শুধুমাত্র যোগ্যতা অর্জন পর্বের খেলা ছিল বলেই। আমার লক্ষ্য ছিল দলকে সাহায্য করা এবং দেশকে এএফসি কাপে যোগ্যতা অর্জন করানো। সেটাই যখন হয়নি তখন এবার সরে দাঁড়ানোই ঠিক বলে মনে করেছি আমি। কোচও আমার সিদ্ধান্তে সহমত।” বেঙ্গালুরু এফসির পক্ষ থেকে যদিও কিছুদিন আগেই সুনীল ছেত্রীর সঙ্গে নতুন করে চুক্তির কথা ঘোষণা করা হয়েছিল। তাই দেশের জার্সি গায়ে দেখা না গেলেও আইএসএল ট্রফি ছোঁয়ার স্বপ্ন নিয়েই ফের মাঠে নামবেন সুনীল এমনটাই আশা করছে ফুটবল অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা