Connect with us

কর্তার পদত্যাগ, বিস্ফোরক মন্তব্যের জেরে বিপাকে ফেডারেশন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবল গত কিছুদিন যাবত যে অন্ধকার অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা যেন ফুরোতেই চাইছে না। একদিকে যখন আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে ডামাডোল অন্যদিকে তখনই ফেডারেশনের আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আর এরই মাঝে ফেডারেশনের কার্যকরী কমিটি থেকে পদত্যাগ করেছেন বিজয় বালি। তবে শুধু তাই নয়। একইসঙ্গে ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারপার্সন পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।

সভাপতি কল্যাণ চৌবের কাছে এদিন নিজের দীর্ঘ পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিজয় বালি। নিজের ইস্তফার কারণ বর্ণনা করতে গিয়ে তিনি একাধিক অভিযোগ এনেছেন ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণের বিরুদ্ধে। এমনকি ফেডারেশনের প্রশাসনিক নীতিকে বারবার লঙ্ঘন করেছেন তিনি এই অভিযোগও উঠেছে। সম্প্রতি একটি প্রতিযোগিতায় ফুটবলারদের টিডব্লুত পরীক্ষা করা হয়েছিল বেঙ্গালুরুভিত্তিক একটি এজেন্সি দিয়ে। কিন্তু এই সংস্থার নির্ভরযোগ্যতার উপর প্রশ্ন তুলেছিল অনেকেই। বালির অভিযোগ, জানার পরেও বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে যাওয়া ফুটবলারদের খেলার অনুমতি দিয়েছিলেন সত্যনারায়ণ। এমনকি এই বিষয়ে কার্যকরী কমিটির অন্য সদস্যদের সঙ্গে কোন আলোচনাও করেননি তিনি। তার এই অভিযোগ নতুন করে বিতর্ক উসকে দিচ্ছে ফেডারেশনের আভ্যন্তরীণ বিষয়ে।

প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে এই কমিটি যদিও বা কাজ চালানোর অনুমতি পেয়েছে, তবে এখনো পর্যন্ত রয়ে গেছে সেই বিষয়ে বেশ কিছু ধোঁয়াশা। আদৌ রাজ্য সংস্থার পাশাপাশি ফেডারেশন কমিটির দায়িত্বে থাকতে পারবেন কি না কর্তারা সেই বিষয়ে এখনো কিছু স্পষ্ট করে জানা যায়নি। অন্যদিকে আইএসএল এবং আই লিগ নিয়ে ঘনিয়ে উঠেছে ঘোর অনিশ্চয়তা। ফলে সবমিলিয়ে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ দাঁড়িয়েছে প্রশ্নের মুখোমুখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা