রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলের বিরুদ্ধে ০-১ গোলে পরাজিত জাবি আলোন্সোর দল। শুরু থেকেই রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলছিল লিভারপুল। রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া একাধিকবার দলের নিশ্চিত পতন রোধ করেন। ম্যাচের ৬১ মিনিটে লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাক অ্যালিস্টার। অন্যদিকে, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রদের গোলমুখ খোলার সুযোগই দেয়নি লিভারপুলের রক্ষণ।
পাশাপাশি, পিএসজির বিরুদ্ধে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। বিপক্ষের ডেরায় গিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে জার্মান জায়ান্টরা। ম্যাচ শুরুর ৪ মিনিটের মধ্যেই লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৩২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৭৪ মিনিটে পিএসজি ব্যবধান কমালেও, ম্যাচে ফেরা হয়নি ফরাসি ক্লাবটির। অন্য ম্যাচগুলিতে টটেনহ্যাম ৪-০ হারিয়েছে কোপেনহেগেনকে, আতলেতিকো মাদ্রিদ ৩-১ হারিয়েছে ইউনিয়ন সাঁ জিলোয়াঁকে, অলিম্পিয়াকোস-পিএসভি এবং জুভেন্টাস-স্পোর্টিং ক্লাবের ম্যাচ ১-১ ড্র হয়েছে।
