রে স্পোর্টজের প্রতিবেদন: রিয়াদের আল আওয়াল পার্ক স্টেডিয়ামে বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু–এর গ্রুপ ডি–র এক গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারতের ক্লাব এফসি গোয়া এবং সৌদি আরবের শক্তিশালী দল আল নাসের এফসি।
দেশীয় ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা গোয়া দল এবার মহাদেশীয় মঞ্চেও নিজেদের শক্তি দেখাতে প্রস্তুত। সদ্যসমাপ্ত সুপার কাপ ২০২৫–এ তারা ধারাবাহিক সাফল্য পেয়েছে—জমশেদপুর এফসিকে ২–০ ব্যবধানে এবং ইন্টারকাশিকে ৩–০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে মানোলো মার্কুয়েজ রোকা–র দল। আগের গ্রুপ ম্যাচগুলোতেও ভালো পারফরম্যান্স দেখালেও অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল। এবার সেই ভুল শুধরাতে মরিয়া গোয়া।
অন্যদিকে, সৌদি লিগের পরাশক্তি আল নাসর সম্প্রতি কিছুটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিংস কাপ থেকে আল ইত্তিহাদের কাছে বিদায় নিলেও, সর্বশেষ লিগ ম্যাচে আল ফাইহাকে হারিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে তারা। তবুও, নিজেদের মাঠে তারা সবসময়ই ভয়ঙ্কর প্রতিপক্ষ।
ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে এফসি গোয়া কোচ মানোলো মার্কুয়েজ রোকা বলেন,
“এটা শুধু আমাদের জন্য নয়, ভারতীয় ফুটবলের জন্যও ঐতিহাসিক মুহূর্ত। আমরা জিততেই এসেছি—আমাদের সমর্থকদের গর্বিত করতেই।”
প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও বলেন,
“দুই সপ্তাহ আগে আমরা ঘরের মাঠে খেলেছি, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। সুপার কাপে টানা ১৪ দিনে পাঁচটি ম্যাচ খেলতে হয়েছে, তাই ধাপে ধাপে এগোচ্ছি। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”
দলের মিডফিল্ডার বোরহা হেরেরা বলেন,
“আমরা প্রতিদিন অনুশীলন করি শুধু এইরকম বড় ম্যাচের জন্য প্রস্তুত থাকতে। সর্বোচ্চটা দেওয়াই আমাদের লক্ষ্য।”
কোচ মার্কুয়েজ রোকা আরও যোগ করেন,
“এটা কঠিন চ্যালেঞ্জ, কিন্তু এই অভিজ্ঞতাই আমাদের উন্নতির পথে এগিয়ে দেবে—দল হিসেবে, খেলোয়াড় হিসেবে, এমনকি ক্লাব হিসেবেও।”
নতুন উদ্যমে, আত্মবিশ্বাসে ভর করে আজ রাতে রিয়াদের আকাশের নীচে ভারতীয় ফুটবলের নতুন গল্প লিখতে নামছে এফসি গোয়া। আল নাসরের মতো তারকাখচিত দলের বিপক্ষে লড়াইটা কঠিন হলেও, এফসি গোয়া প্রস্তুত নিজেদের সেরাটা দিতে।
