Connect with us

আর্জেন্টিনার গোল বন্যায় ভাসল পুয়ের্তো রিকো

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মায়ামির উষ্ণ রাতে আবারও ফুটবলের জাদু ছড়ালেন লিওনেল মেসি। নিজের ঘরের মাঠ—ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে—অতিথি পুয়ের্তো রিকোকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রীতি ম্যাচে দাপট দেখাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মূলত সোমবার শিকাগোতে হওয়ার কথা ছিল ম্যাচটি, তবে আয়োজকদের ব্যাখ্যায় কম টিকিট বিক্রি ও অভিবাসন-সংক্রান্ত জটিলতার কারণে খেলার ভেন্যু বদলে আনা হয় মায়ামিতে। সেই সিদ্ধান্তই যেন নতুন মাত্রা যোগ করে ম্যাচে—কারণ এখানেই মেসি যেন নিজের রাজত্বে ফিরে পান জাদুর ছোঁয়া।
পুরো ম্যাচজুড়ে ছিলেন আক্রমণাত্মক ও সৃজনশীল। তার সূক্ষ্ম লব পাস থেকে গনজালো মনতিয়েল করেন দলের দ্বিতীয় গোল। এরপর ৮৩ মিনিটে নিখুঁত ব্যাক-পাসে লাউতারো মার্টিনেসকে জোড়া গোল পূরণের সুযোগ করে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
১৪ মিনিটেই গোলের সূচনা করেন ম্যাক অ্যালিস্টার। তিনিও শেষ পর্যন্ত জোড়া গোলের মালিক হন। বাকি একটি গোল আসে পুয়ের্তো রিকোর আত্মঘাতী ভুলে।
পুয়ের্তো রিকো, যারা বিশ্ব র‍্যাংকিংয়ে ১৫৫তম স্থানে, মূলত কলেজ ফুটবলারদের নিয়ে গড়া দল হলেও প্রথম দিকে কিছুটা লড়াই দেখিয়েছে। ম্যাচের শুরুতেই লিয়ান্দ্রো আন্তোনেত্তির দূরপাল্লার শটে প্রায় চমকে দিয়েছিলেন আর্জেন্টিনাকে। তবে গোলরক্ষক সেবাস্টিয়ান কাটলার ছিলেন তাদের সবচেয়ে উজ্জ্বল দিক—দ্বিতীয়ার্ধে দু’দুবার মেসির শট ঠেকিয়ে দেন তিনি।
মায়ামিতে এটি ছিল আর্জেন্টিনার টানা দ্বিতীয় জয়। গত সপ্তাহেই একই মাঠে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল তারা, যদিও সে ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। এবার মাঠে ফিরেই আবারও প্রমাণ করলেন—ফুটবল মানে এখনও মেসির জাদু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা