রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হার ভারতের। এই হারের ফলে, প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেল খালিদ জামিলের ভারতীয় দল। কয়েকমাস আগেই কাফা নেশনস কাপে ভাল পারফরম্যান্স করলেও, প্রতিযোগিতামূলক ম্যাচে এসে আবারও মুখ থুবড়ে পড়তে হল ভারতকে।
এদিনের ম্যাচের শুরুতে ভাল ফুটবল খেলছিল ভারত। কিন্তু ফাইনাল থার্ডে গিয়েই খেই হারাচ্ছিলেন ভারতের ফুটবলাররা। তারই মাঝে ম্যাচের ১৪ মিনিটে দূরপাল্লার শটে গোল করে ভারতকে এগিয়ে দেন লালিয়ানজুয়ালা ছাংতে। গোলের পরে আরও আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে শুরু করেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে সুযোগ পেলেই আক্রমনে উঠে আসছিলেন সিঙ্গাপুরের ফুটবলাররাও। ম্যাচের ৪৪ মিনিটে গোল করে ব্যবধান ১-১ করেন সিঙ্গাপুরের উই ইয়ং সংই। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে থাকে গোটা সিঙ্গাপুর দল। যেই সুবাদে ৫৮ মিনিটেই নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করে যান সেই উই ইয়ং সংই। শেষে আক্রমণে উঠে এলেও, আর গোল তুলতে পারেননি ভারতীয় ফুটবলাররা। এই ম্যাচে হারের ফলে ৪ ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ ভারতের।