রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নাটকীয় জয় পেয়েছে সূর্যকুমার যাদবের ভারতীয় দল। তবে ফাইনালে মাঠে নামার আগে বোলিং ব্যর্থতা চিন্তায় রাখবে ভারতকে। প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তোলে ভারত। জবাবে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রানও ২০২। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান করে শ্রীলঙ্কা। ফলে এক বলেই ম্যাচ জিতে নেয় ভারত। এই জয়ের ফলে চলতি এশিয়া কাপে অপরাজিত থেকেই ফাইনাল খেলতে নামবেন সূর্যকুমার যাদবরা।
প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন ভারতীয় দলের ব্যাটাররা। মাত্র ৩১ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক শর্মা। যদিও বড় রান করতে পারেননি শুভমন গিল (৪)। ৪৯ রানে অপরাজিত থাকেন তিলক ভর্মা। ২৩ বলে ৩৯ রান যোগ করেন সঞ্জু স্যামসন। ২১ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। শ্রীলঙ্কার অপেক্ষাকৃত দুর্বল বোলিং বিভাগের ফায়দা তুলে ২০ ওভারে ২০২ রান করে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিজেদের লক্ষ্য স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ওভারেই কুশল মেন্ডিস (০) প্যাভিলিয়নে ফিরলেও, ভারতীয় বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন পাথুম নিশাঙ্কা। কুশল পেরেরাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটের জুটিতে ১৩৪ রান যোগ করেন। ম্যাচের ১৩তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ভুল করে কুশল পেরারা (৫৮) উইকেট না ছুঁড়ে দিলে, ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। ৫৮ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলেন নিশাঙ্কা। অবশেষে শেষ ওভারে হর্ষিত রানার বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন তিনি। ম্যাচ হেরেও ম্যাচের সেরা নির্বাচিত হন পাথুম নিশাঙ্কা।