রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আজ মহালয়ার ভোরে দেবীপক্ষের সূচনায় বিশেষ উদ্যোগ নিল উল্টোডাঙা মেরিনার্স। এলাকার ছোট ছোট ছেলে-মেয়েদের হাতে পুজোর উপহার তুলে দিয়ে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তারা। গত ছয় বছর ধরে নানা সমাজকল্যাণমূলক কাজ ও ব্যাটারি অ্যাক্টিভিটি করে আসা এই সংগঠন এ বছরও তাদের প্রতিষ্ঠা দিবসকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করল।
এবারের অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল ‘মাতৃ সম্মাননা’। সংগঠনের সদস্যদের মায়েদের বিশেষভাবে সংবর্ধনা জানানো হয় এবং তাঁদের হাত দিয়ে শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয়। আয়োজকদের বক্তব্য, সমাজের মূল শক্তি হিসাবে মায়েদের সম্মান জানানোই এই ভাবনার উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি শ্রী শাশ্বত বোস, এক্সিকিউটিভ কমিটি সদস্য সুদীপ্ত ঘোষ ও দেবাশীষ রায়। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।