Connect with us

ASIA CUP 2025: চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধেই রানে ফিরতে মরিয়া শুভমন গিল। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গ্রুপ পর্যায়ের পর, রবিবার আবারও এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। তার আগে শনিবার হঠাৎই অনুশীলনে অংশ নিলেন দলের সহ অধিনায়ক শুভমন গিল, ওপেনার অভিষেক শর্মা এবং স্পিনার বরুণ চক্রবর্তী। প্রসঙ্গত শুক্রবার ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে প্রায় দেড় ঘন্টা বাস যাত্রা করে আবুধাবি গিয়েছিল ভারতীয় দল। সেখানে পুরো ৪০ ওভার ম্যাচ খেলে, আবার রাতেই দুবাইয়ে ফিরে আসে টিম ইন্ডিয়া। স্বভাবতই যথেষ্টই ধকল গিয়েছিল হার্দিক পান্ডিয়াদের। 

তারপরে শনিবার ভারতীয় দলের বিশ্রাম নেওয়ার কথা থাকলেও, সূত্র মারফত জানা যাচ্ছে হঠাৎই দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের কাছে একটি অনুশীলন সেশনের আর্জি জানান শুভমন। প্রসঙ্গত চলতি এশিয়া কাপে গিলের ব্যাট থেকে তেমন বড় রান আসেনি। ফলে জানা যাচ্ছে দলের সহ অধিনায়ক হিসেবে শুভমন মনে করছেন তাঁর আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। সেই কারণেই দ্রুত রানে ফিরতে চাইছেন গিল। তবে এদিন শুভমনের পাশাপাশি নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন অভিষেক শর্মাও। তাঁকে বিশাল বড় বড় ছয় মারতেও দেখা যায়। এদিকে ভারতীয় দলের প্রথম একাদশে দলে দুটি পরিবর্তন নিশ্চিত। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে ফিরছেন বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। তবে দেখার রিঙ্কু প্রথম একাদশে জায়গা পান কিনা। এদিকে মাঠের বাইরে ভারত-পাক ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে গ্রুপ পর্যায়ে এই দুই দলের খেলার শেষে যে বিতর্ক তৈরি হয় তা নিয়ে জোর আলোচনা চলছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা