রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে শুরু করল গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠে আটালান্টাকে ৪-০ গোলে পরাজিত করেছে তারা। ম্যাচের ৩ মিনিটেই প্রথম গোল করেন অধিনায়ক মারকুয়েজ। তারপর আরও বেশি আক্রমণাত্মক ছন্দে ফুটবল খেলে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান বাড়ান খভিচা খভারাতসখেলিয়া। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে পিএসজি। দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে নুনো মেন্ডেজের গোলে ব্যবধান হয় ৩-০। ম্যাচের একদম শেষের দিকে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে দলের চতুর্থ গোলটি করে যান গনসালো রামোস।
অপরদিকে এদিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে খেলতে নেমেছিল চেলসি এবং বায়ার্ন মিউনিখ। তবে সেই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছেন হ্যারি কেনরা। জোড়া গোল করেছেন কেন। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটের মাথায় চেলসি ডিফেন্ডার ট্রেভর চালোবার আত্মঘাতী গোলের ফলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। মিনিট সাতেক বাদে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান হ্যারি কেন। দুই গোল হজম পর আক্রমণাত্মক ছন্দে দেখা যায় চেলসিকে। ২৯ মিনিটে গোল করে ব্যবধান কমান কোল পালমার। ফলে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন সেই হ্যারি কেন। এই গোলের পাশাপাশি রোনাল্ডো এবং নেইমারের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করার রেকর্ড তৈরি করলেন কেন।