রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৭ তারিখ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের ম্যাচে খেলতে নামবে এফসি গোয়া। প্রতিপক্ষ আল জওরা এফসি। সেই ম্যাচে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন এফসি গোয়া দলের হেড কোচ মানোলো মার্কুয়েজ এবং ফুটবলার সাহিল তাভোরা। এএফসি চ্যাম্পিয়ন লিগ দুইয়ের ম্যাচে খেলতে যাওয়ার আগে যথেষ্ট আশাবাদী মানোলো। তিনি বলছেন, “এএফসিতে আমরা ছয়টি ভাল ম্যাচ খেলতে পারবো ভাল ভাল দলের বিরুদ্ধে। সেটা আমাদের জন্য সত্যিই একটা বড় পাওনা। আমরা চেষ্টা করবো সেই ম্যাচগুলিতে নিজেদের সেরাটা দেওয়ার। শুধু এফসি গোয়া নয়, সব ক্লাবের স্বপ্ন থাকে এরম মঞ্চে খেলার। আমরা সেখানে খেলার সুযোগ পাচ্ছি”। সাহিল তাভোরা বলছেন, “এএফসিতে খেলতে নামার আগে আমরা নিজেদের প্রস্তুতি নিয়েছি। শারীরিক এবং মানসিক সব দিক থেকেই আমরা তৈরি হয়েছি। এবছর আমাদের দলে বেশ কিছু নতুন ফুটবলাররা রয়েছেন। তবে তারাও এখানের আবহাওয়া এবং দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন। হ্যাঁ আমরা তৈরি রয়েছি এবং আগামীকালের ম্যাচে জন্য আমরা তৈরি”।
প্রতিপক্ষ দল যথেষ্ট শক্তিশালী। তবে প্রতিপক্ষ দল নয়, নিজের দলের উপরেই ভরসা রাখছেন মানোলো মার্কুয়েজ। তিনি বলছেন, “অবশ্যই তারা ভালো দল। যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাদের। ম্যাচটা কঠিন হবে তবে আমি আশাবাদী দুটি দলের কাছের জেতার সুযোগ রয়েছে”।