রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের প্রথম ম্যাচেই ঘরের মাঠে এফকে আহালের বিরুদ্ধে ০-১ গোলে পরাজিত হয়েছে মোহনবাগান। মঙ্গলবার যুবভারতীতে ম্যাচের শুরুতে দুই দলই যথেষ্ট সংঘবদ্ধভাবে ফুটবল খেলতে শুরু করে। যদিও ম্যাচে কিছুটা আধিপত্য বেশিই ছিল আহাল দলের। আহালের আক্রমণের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল বাগান রক্ষণকে। যদিও প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমনে উঠে আসছিলেন লিস্টন কোলাসোরা। তবুও গোলমুখ খুলতে বারংবার ব্যর্থ হয়েছেন তারা। ফলে প্রথমার্ধে স্কোরলাইন থাকে ০-০।
দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন আনেন বাগান কোচ হোসে মোলিনা। যদিও কাজের কাজ হয়নি কিছু। অপরদিকে রবসন রবিনহো কখন মাঠে নামবেন, সেই দিকেই তাকিয়ে ছিল অসংখ্য বাগান জনতা। কিন্তু মাঠে নেমে কিছুই করতে পড়লেন না তিনি। বরং খেলার গতিকে আরও শ্লথ করে দিলেন এই ব্রাজিলিয়ান। এছাড়াও ডিফেন্সে শুভাশিস বোসকেও নামলেন মোলিনা। কিন্তু কাজের কাজ হলোনা কিছুই। ম্যাচের ৮১ মিনিটে গোল করে আহালকে এগিয়ে দেন আনায়েভ। এর আগে আর্কাদাগের হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। এবারে গোল করলেন মোহনবাগানের বিরুদ্ধেও। তাঁর করা একমাত্র গোলেই এদিন ম্যাচ জিতে নেয় তুর্কমেনিস্তানের এই এফকে আহাল ক্লাবটি।