রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তান। তবে হারের পর নিজেদের পারফরম্যান্সের দিকে চোখ তুলে না তাকিয়ে, ভারতীয় দল কেনো তাদের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি সেই অঙ্ক মেলানোতেই ব্যস্ত ছিল পিসিবি। সেই বিতর্কের পর নাকি এশিয়া কাপ ‘বয়কটে’র কথাও ভাবছিল পিসিবি। তবে জয় শাহর আইসিসি’র কাছে কিছুটা গলার স্বর নরম হয়েছে পাকিস্তানের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “এশিয়া কাপ থেকে পাকিস্তানের সরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। যদি আমরা সরে দাড়াই, সেক্ষেত্রে আইসিসি আমাদের উপর নির্বাসনের খাঁড়া নামিয়ে আনবে। যেটা পাকিস্তান ক্রিকেট বোর্ড একেবারেই চায় না”।
এছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়েও অভিযোগ জানিয়েছিল পিসিবি। সরাসরি ম্যাচ রেফারিকে সরানোর দাবি জানিয়েছে তারা। তবে পাইক্রফটকে সরায়নি আইসিসি। পিসিবিকে চিঠি দিয়ে এই বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি। ফলে শেষমেষ ‘বয়কটে’র রাস্তা ছাড়তে বাধ্য হয়েছে পিসিবি।