Connect with us

EXCLUSIVE: কলকাতায় এসে মোহনবাগানকে হারানোর হুংকার দিয়ে গেলেন এফকে আহাল অধিনায়ক এলমান তাগায়েভ। বিস্তারিত পড়ুন…

সায়ন দে: তুর্কমেনিস্তানের সেরা দলগুলির মধ্যে একটি হল এফকে আহাল। বর্তমানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ে, মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে তারা। ইতিমধ্যে সবুজ-মেরুন ব্রিগেড সঙ্গে খেলতে, দুদিন আগেই শহরেও চলে এসেছে তারা। পূর্ণশক্তির দল নিয়েই কলকাতায় এসেছে এফকে আহাল। তাদের সামনে প্রতিপক্ষ কঠিন হলেও, মোহনবাগানকে হারিয়ে পুরো তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া গোটা এফকে আহাল দল। শনিবার অনুশীলনে শেষে আহাল দলের অধিনায়ক এলমান তাগায়েভ জানিয়ে গেলেন, “মোহনবাগান অবশ্যই ভাল দল। ভারতীয় ফুটবলে তারা যথেষ্ট শক্তিশালী। তবে আমরাও কলকাতায় এসেছি তিন পয়েন্ট তুলতে এবং জিততে”। মোহনবাগান ভারতবর্ষের সেরা ক্লাব। গত মরশুমে আইএসএলে জোড়া ট্রফি জিতেছি তারা। সেই দলের বিরুদ্ধে খেলতে চলেছে এফকে আহাল। সেই বিষয়ে অধিনায়ক এলমান তাগায়েভ বলেন, “মোহনবাগান বড় দল। তাদের দলে বেশ কিছু অভিজ্ঞ বিদেশী ফুটবলার রয়েছেন। তবে আমরাও তৈরি রয়েছি”।

এক বছর আগে এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়েই খেলেছিল এফকে আহাল। সেখানে সৌদি আরবের শক্তিশালী দল আল আইনের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও রয়েছে এই আহাল দলের। সেই বিষয়ে তাদের অধিনায়ক তাগায়েভ জানিয়েছেন, “আল আইন যথেষ্ট শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে আমরা যথেষ্ট ভাল ফুটবল খেলেছিলাম। এটা আমাদের বাড়তি সাহায্য করবে। সামনে আমাদের যেই ম্যাচ রয়েছে আমরা সেই ম্যাচের জন্য তৈরি রয়েছি। বাকিটা ম্যাচে দেখা যাবে”। এর আগে তুর্কমেনিস্তানের আরও দুই ক্লাব, অল্টিন আসির এবং এফকে আরকাদাগের মত দল কলকাতায় এএফসি ম্যাচ খেলে গেছে বাংলার এক প্রধান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। দুই দলই জয় পেয়েছে। এবারে আহাল খেলতে চলেছে বাংলার আরেক প্রধান মোহনবাগানের বিরুদ্ধে। তারাও যথেষ্ট আশাবাদী জয় তুলে নিতে। সেই বিষয়ে তাগায়েভ বলেন, “আমরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অল্টিন আসির এবং এফকে আরকাদাগের ম্যাচ দেখেছিলাম। আরকাদাগ আমাদের দেশের চ্যাম্পিয়ন দল। আমরা সেটার জন্য গর্বিত। আমরাও সেটাই চেষ্টা করব সেই জয়ের ধারাটাকে বজায় রাখতে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা