রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুক্রবার মধ্যরাতে কলকাতায় এসে পৌঁছেছে মোহনবাগানের আসন্ন এসিএল দুইয়ের প্রতিপক্ষ এফকে আহাল। তুর্কমেনিস্তানের দল এই এফকে আহাল। এর আগেও তুর্কমেনিস্তান থেকে দুটি ক্লাব কলকাতায় এসেছিল এএফসি ম্যাচ খেলতে। মূলত ফিজিক্যাল ফুটবল খেলার দিকেই তাদের গুরুত্ব বেশি থাকতে দেখা গেছে। এর আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে কলকাতায় এসেছিল এফকে আরকাদাগ। তাদের দলেও কোনও বিদেশী ফুটবলার ছিল না। মূলত নিজের দেশের সকল ফুটবলারদের নিয়েই খেলতে এসেছিল তারা। ঠিক সেই মত এফকে আহাল দলেও কোনও বিদেশী ফুটবলার নেই। নিজেদের দেশের ফুটবলারদের নিয়েই শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে খেলতে এসেছে তারা। তবে নিজেদের দলের উপর পূর্ণ আস্থা রয়েছে তাদের। বিমানবন্দরে এসেই হুংকার দিয়ে গেলেন এফকে আহালের কোচ ভেলসাহেত ওভেজোভ। তিনি বলে গেলেন, “আমরা আমাদের প্রতিপক্ষ মোহনবাগানকে নিয়ে যথেষ্ট পরিকল্পনা করেছি। এই ম্যাচে খেলতে নামার জন্যও আমরা ভালমত প্রস্তুতি নিয়েছি। আমরা অনেকটাই তৈরি। বাকিটা ম্যাচে দেখা যাবে।” অর্থাৎ আগামী ১৬ তারিখ মোহনবাগানের বিরুদ্ধে যে ম্যাচটা যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে, সেটা বলাই যায়।