রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দক্ষিণ আফ্রিকার তরুণ টি-২০ তারকা ডেওয়াল্ড ব্রেভিস আবার ফিরলেন নিজের শহরে। মঙ্গলবার অনুষ্ঠিত এসএ২০ নিলামে প্রিটোরিয়া ক্যাপিটালস তাঁকে কিনল অভূতপূর্ব ১৬.৫ মিলিয়ন র্যান্ডের বিনিময়ে। যা এখন পর্যন্ত লিগের ইতিহাসে সর্বোচ্চ দর।
প্রিটোরিয়া ক্যাপিটালসের হাতে ছিল এই নিলামের সবচেয়ে বড় খরচের বাজেট। দলটির নতুন কোচ সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, “ব্রেভিস এমন এক ক্রিকেটার, যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ওর মতো স্থানীয় প্রতিভাকে দলে টেনে আনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।”
ব্রেভিসকে পাওয়ার জন্য পার্ল রয়্যালস, এমআই কেপটাউন এবং জোহানেসবার্গ সুপার কিংস-এর মতো দলও বিড করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের সবাইকে হারিয়ে ব্রেভিসকে নিয়ে গেল প্রিটোরিয়া।
মাত্র ২১ বছরের ব্রেভিস ইতিমধ্যেই সমর্থকদের কাছে সুপারস্টার। কিছুদিন আগেই তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৬ বলে অপরাজিত ১২৫ রান করে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ টি-২০ আন্তর্জাতিক ইনিংসের রেকর্ড গড়েছেন। ফলে তাঁর উপর এত বড় বিনিয়োগ নিয়ে ক্রিকেটমহলে বিস্ময়ের পাশাপাশি উচ্ছ্বাসও দেখা দিয়েছে।
এবারের মৌসুমে সুপারস্পোর্ট পার্কে ঘরের মাঠে খেলতে নামবেন ব্রেভিস। রাজধানী শহরের সমর্থকদের কাছে এটি নিঃসন্দেহে বড় উপহার। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ব্রেভিসের উপস্থিতি প্রিটোরিয়াকে এবারের মরশুমে অন্যতম শক্তিশালী দল করে তুলবে।