রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল মোহনবাগান। আগামী ১৬ সেপ্টেম্বর ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে আহাল এফকের মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। তার আগে এদিনের প্রস্তুতি ম্যাচ ছিল হোসে মোলিনার কাছে পরীক্ষা-নিরীক্ষার বড় মঞ্চ। শুরুতে মাত্র দু’জন বিদেশি ফুটবলার নিয়ে মাঠে নেমেছিলেন বাগান কোচ। পূর্ণশক্তির এফসি গোয়ার বিরুদ্ধে নিজের দলের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করলেন তিনি। ম্যাচের শেষ দশ মিনিট রবসন, দিমিত্রি এবং জেমি ম্যাকলারেনকে মাঠে নিয়ে আসেন হোসে মোলিনা।
যদিও প্রথমার্ধেই গোলের একাধিক সুযোগ তৈরি করেছিলেন কামিন্স, লিস্টনরা। সহজ সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি। এদিন শুরু থেকেই মনবীরের জায়গায় খেলছিলেন তিনি। তবে গোয়ার রক্ষণাত্মক ফুটবলের সামনে গোলের দরজা খুলতে পারেনি মোহনবাগান। দ্বিতীয়ার্ধে দু’বার টম, মেহতাবদের পরীক্ষার মুখে ফেলেছিল এফসি গোয়া। শেষ মুহুর্তে একটি ফ্রি কিক পেয়েও ম্যাচের ফলাফল বদল করতে পারেনি মানোলো মার্কুয়েজ রোকার দল।