রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অপেক্ষার অবসান। চার বছরের চুক্তিতে এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গলে সই করলেন জয় গুপ্তা। যদিও ডুরান্ড কাপ চলাকালীন লাল-হলুদের অনুশীলনে যোগ দিয়েছিলেন জয়। তবুও ডুরান্ড কাপে তাঁর রেজিস্ট্রেশন করানো সম্ভব হয়নি। তবে আসন্ন মরশুমে লাল-হলুদের জার্সিতেই খেলতে দেখা যাবে জয় গুপ্তাকে।
এফসি গোয়াতে অনবদ্য পারফরম্যান্স করেছেন জয়। ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও দলকে যথেষ্ট নেতৃত্ব দিয়েছেন তিনি। লেফট ব্যাকে খেলার পাশাপাশি লেফট সেন্টার ব্যাক পজিশনেও খেলতে সিদ্ধহস্ত তিনি। গোয়ার সুপার কাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জয়। ফলে ইস্টবেঙ্গল দলে যোগ দেওয়ায় দলের যে ভারসাম্য বাড়ল সেটা বলাই যায়। জয় গুপ্তার ইস্টবেঙ্গলে যোগ দেওয়ায় লাল-হলুদের হেড কোচ অস্কার ব্রুজো বলছেন, “জয় একজন বা পায়ে ফুটবল খেলা প্রতিভাবান লেফট ব্যাকের ফুটবলার। ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও দলকে যথেষ্ট সহায়তা করতে পারেন তিনি। এফসি গোয়ার পাশাপাশি জাতীয় দলেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। ফলে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পদ জয়”। ইস্টবেঙ্গল যোগ দিয়ে জয় গুপ্তা বলছেন, “ইস্টবেঙ্গলের মত এত বড় একটা ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। ইস্টবেঙ্গল কোচ এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমার উপরে ভরসা দেখানোর জন্য। গত বছর কলকাতাতেই আমি জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচটা খেলেছিলাম। লাল-হলুদ জার্সি গায়েও মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি”। এছাড়াও ইস্টবেঙ্গল যোগ দিয়েই ডার্বি জয়ের কথা জানিয়ে দিলেন জয়। তিনি বলছেন, “দলকে যেমন সাফল্য এনে দিতে চাই, ঠিক সেভাবেই ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই”।