রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্ভবত আইপিএল ইতিহাসের সবথেকে জনপ্রিয় ক্রিকেটার ছিলেন তিনি। গোটা আইপিএল জনতাই মুখিয়ে থাকত কখন তিনি মাঠে নামবেন। কখন উঠবে গেইল ঝড়। তবে নিজের ক্রিকেট জীবনের অন্যতম অন্ধকার অধ্যায় নিয়ে এবার মুখ খুললেন ক্যারিবিয়ান এই ক্রিকেট তারকা। আইপিএলে নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে গিয়ে কিভাবে মানসিক অবসাদের শিকার হয়েছিলেন তিনি তাই জানালেন গেইল নিজেই।
পাঞ্জাব কিংস এর তখন নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। সেই দলে দীর্ঘদিন খেলেছেন ক্রিস গেইল। তবে সেই আইপিএল যাত্রা ছিল না মোটেও সুখের। একটি বিশেষ পডকাস্টে এই বিষয়ে মুখ খোলেন তিনি। বলেন, “সময়ের আগেই শেষ হয়েছিল পাঞ্জাব এর সাথে যাত্রা। তার কারণ আমার মনে হতো দলের জন্য আমি যা করেছি তাকে ওরা সম্মান করত না। এমনকি দলে আমাকে সিনিয়রের মর্যাদা দেওয়া হত না। আর নিজের ক্রিকেট জীবনে এই প্রথমবার আমি তাই অবসাদের শিকার হয়ে পড়ি।” এমনকি সেই সময় হেড কোচ অনিল কুম্বলের সাথেও এই বিষয়ে আলোচনা করেছিলেন তিনি। “অনিলের সাথে আমি কথা বলতে বাধ্য হই এতটাই ভেঙে পড়ি। এমনকি কেঁদেও ফেলেছিলাম। বলেছিলাম যেভাবে দলকে চালানো হচ্ছে কিছুতেই তা মেনে নিতে পারছি না। তখন অধিনায়ক ছিল রাহুল। আমাকে ফোন করে বলেছিল থাকতে, বলেছিল পরের ম্যাচেই আমি খেলব। কিন্তু আমি ওকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে ব্যাগ গুছিয়ে চলে আসি” বলেন তিনি।
মানসিক সুস্থতার থেকে বড় কিছু নয় একথা এই দিন স্পষ্ট জানান ক্রিস গেইল। আর সেই সময়কার দলের পরিস্থিতি তার মানসিক সুস্থ থাকে বারবার বিপদের মুখে ঠেলে দিচ্ছিল। তাই কারোর নিষেধ না শুনে দল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা।