রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপের দল ঘোষণা এবং ভবিষ্যতের অধিনায়ক কে হবেন এই বিতর্কের মাঝেই শুরু হয়েছে নতুন জল্পনা। ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছে এবারেই হয়তো অবসর নিতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন দুই তারকা। তাহলে কি এবার ওডিআই এর পালা? এই প্রশ্ন ঘুরছে সকলের মধ্যেই। আর এবার সেই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিসিআই সহ সভাপতি জানান এখনই অবসর নেওয়ার বিষয়ে মাথা ঘামানোর মত কিছু নেই। “রোহিত এবং বিরাট দুজনেই তো অবসর নিয়েছে। তবে টেস্ট ক্রিকেট বা টি-টোয়েন্টির সাথে ওডিআই এর একটা ফারাক আছে এটা মাথায় রাখতে হবে। দুজনেই এখন ভালো ফর্মে রয়েছে এবং দলের জন্য ওদের দুজনের উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই এত চিন্তার কোন কারণ নেই। তাছাড়া বোর্ডের চুক্তি অনুযায়ী আমরা কাউকে অবসর নিতে বলি না। এটা ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমরা সেটাকে সম্মান করি” বলেন তিনি।
প্রসঙ্গত ২০২৫ আইপিএল এর পর থেকে কোন ওডিআই ম্যাচ খেলেনি ভারত। সূত্রের খবর বিজয় হাজারে ট্রফিতে অংশ নেবেন বিরাট এবং রোহিত দুজনেই। সেক্ষেত্রে অনুমান করাই যায় ২০২৭ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিতেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা ক্রিকেটার। আর বোর্ড কর্তার বক্তব্য থেকে স্পষ্ট যে এই মুহূর্তেই বিরাট রোহিতকে নীল জার্সিতে শেষবার দেখতে পাওয়ার আশঙ্কা করার কোন কারণ নেই।