Connect with us

DURAND CUP 2025: প্রথমবারের জন্য ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ডায়মন্ড হারবার এফসি। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে ডায়মন্ড হারবার এফসি। ভারতীয় ফুটবলে পদার্পণের পর থেকেই, একের পর এক নজির গড়ে চলেছে বাংলার এই নতুন দলটি। ঠিক সেই মতোই দেশের অন্যতম ঐতিহ্যশালী প্রতিযোগিতা ডুরান্ড কাপে এই মরশুম প্রথমবারের জন্য খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার এফসি। যেই প্রতিযোগিতার প্রথম বছরেই ফাইনালে প্রবেশ করেছে কিবু ভিকুনার এই দল। শনিবার গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ফাইনাল ম্যাচে খেলতে নামবে ডায়মন্ড হারবার এফসি। জয় পেলে প্রথমবারের জন্য কোনও প্রতিযোগিতাতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার এক অনন্য নজির গড়বে কিবু ভিকুনার দল। তবে প্রতিপক্ষ যেহেতু নর্থইস্ট, সেক্ষেত্রে কাজটা অতটাও সহজ নয়। কিন্তু নিজের দলের উপর পূর্ণ আস্থা রয়েছে কিবু ভিকুনার। শুক্রবার ম্যাচের আগের দিনের সাংবাদিক সম্মেলনে এসে নিজের দলের প্রতি পূর্ণ আস্থা দেখিয়ে গেলেন তিনি। কিবু বলেছেন, “প্রত্যেকটা ম্যাচে আমরা যেই সুযোগগুলো পেয়েছি, সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেছি। সেই কারণেই আমরা ফাইনালে পৌঁছেছি। প্রথমবারের জন্য আমরা এই লিগে খেলছি এবং ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলব। ফলে এই ম্যাচে আমরা নিজেদের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে খেলার চেষ্টা করবো”। 

ডুরান্ড কাপে প্রতিনিধিত্ব করেছিল বাংলার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং। তবে বাংলার এই তিন প্রধানকে পিছনে ফেলে, ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে ডিএইচএফসি। এমনকি সেমিফাইনালে ইস্টবেঙ্গলের মত শক্তিশালী দলকে ২-১ গোলে হারিয়েছে কিবু ভিকুনার দল। সেই বিষয়ে ডায়মন্ড হারবার এফসির স্প্যানিশ কোচ বলেন, “এটাই ফুটবল। এই ডুরান্ড কাপে অনেক বড় বড় দল খেলেছে। তাদের সকলের মধ্যে থেকে আমরা নিজেদের সেরা খেলাটা খেলে আজকে ফাইনাল পর্যন্ত এসেছি। তবে আমাদের লক্ষ্য থাকবে প্রথমবারের জন্য এই ট্রফি নিজেদের ঘরে তোলার। এই পারফরম্যান্সটা আমরা ফাইনাল ম্যাচেও বজায় রাখতে চাইবো”। জয়ের মানসিকতা নিয়ে খেলতে নামলেও, প্রতিপক্ষ দলটার নাম নর্থইস্ট ইউনাইটেড এফসি। আলাদিন আজারাই থেকে শুরু করে বেশ কয়েকজন তারকা ভারতীয় ফুটবলার রয়েছে সেই দলে। ফলে সেই প্রসঙ্গে কিবু ভিকুনা জানান, “আলাদিন ভালো ফুটবলার। তাঁকে আমরা থামানোর চেষ্টা করবো। তবে শুধু আলাদিন নয়, নর্থইস্ট দলের প্রত্যেকটি ফুটবলার, সেখানে বিদেশী থেকে শুরু করে ভারতীয় প্রত্যেকেই যথেষ্ট ভালো ফুটবলার। সকলের বিরুদ্ধেই আমাদের আলাদা পরিকল্পনা থাকবে”। 

অন্যদিকে গত মরশুমে ডুরান্ড কাপের ফাইনালে শক্তিশালী মোহনবাগানকে হারিয়ে প্রথমবারের জন্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। ফলে শনিবার টানা দ্বিতীয়বারের জন্য ট্রফি জয়ের লক্ষেই খেলতে নামবে জুয়ান পেদ্রো বেনালির দল। এদিকে নর্থইস্টের কাছে একেবারেই অচেনা প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি। যদিও সেই ব্যাপারে খুব বেশি চিন্তিত নন নর্থইস্ট কোচ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুয়ান বলেন, “ইস্টবেঙ্গলের মত শক্তিশালী প্রতিপক্ষকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে ডিএইচএফসি। তাদের দলেও কিবুর মত অভিজ্ঞ একজন কোচ রয়েছে। পাশাপাশি অভিজ্ঞ ফুটবলাররাও রয়েছে। তবে ফাইনালে কাউকেই এগিয়ে বা পিছিয়ে রাখা যায়না। গতবারের ফাইনালের মতোই, এই ফাইনালেও আমরা তৈরি রয়েছি এবং টানা দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবো”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা