Connect with us

ইরানে নির্বিঘ্নে ম্যাচে খেলতে পারে বাগান, বলছে সেপহান কর্তৃপক্ষ

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: একথা সকলেরই জানা ২০২৪-২৫ মরশুমে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানে খেলতে না যাওয়ার কারণে এসিএল টু থেকে মোহনবাগান সুপার জায়েন্টের নাম সরিয়ে দিয়েছিল এএফসি। তবে এই বছরও মোহনবাগানের গ্রুপে ইরানের দল সেপাহান এসসি রয়েছে। এ‌সিএল টু ড্রয়ের পরেই মোহনবাগানের ম্যানেজার এবং মিডিয়া ম্যানেজারের সঙ্গে হোটেলে বৈঠক করেন সেপাহান এসসির ম্যানেজার ও মিডিয়া ম্যানেজার। তাঁরা এটাও জানান মোহনবাগান দল নির্দ্ধিধায় ইরানে আসতে পারে। এখানে ম্যাচ খেলতে সবরকম সহযোগিতা করা হবে। একইভাবে সেপাহানও যখন ভারতে সবুজ-মেরুনের সঙ্গে ম্যাচ খেলতে আসবে তখন তাঁরাও একইরকম ব্যবহার আশা করছে। এছাড়া সেপাহান এসসি এর ম্যানেজমেন্ট মোহনবাগান ম্যানেজমেন্টকে জানায় তাঁরা দুবাই হয়ে চার্টার্ড ফ্লাইটে কামিন্স, ম্যাকলারেনদের ইরানে নিয়ে যাবে।

এছাড়া এদিনের এসিএল‌ দুই ড্রয়ের আগে এএফসির সেমিনারে প্রতিযোগিতার ডিরেক্টর জানিয়ে দিয়েছেন টুর্নামেন্ট চলাকালীন যদি কোনও জায়গায় যুদ্ধকালীন পরিস্হিতির সৃষ্টি হয় তবে সেই ম্যাচের আয়োজন নিউট্রাল ভ্যেনুতে করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা