Connect with us

ENG vs IND: ওয়ার্কলোড নিয়ে নাম না করেই বুমরাহকে নিশানা গাভাস্কারের। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওভালে টেস্ট ম্যাচটি জয়ের ফলে, ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে ভারত। যেই কারণে স্বাভাবিকভাবেই খুশি সকলেই। তার মধ্যে যার নাম না বললেই নয়, তিনি হলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার। ম্যাচের শেষে খুবই আনন্দিত তিনি। দেশের এই জয়ে আনন্দে তার গলায় শোনা গেলো “মেরে দেশ কি ধরতি” গানও। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ধারাভাষ্য দিয়েছেন তিনি। শেষ টেস্ট জয়ের পর আনন্দ নিজের মধ্যে আর চেপে রাখতে পারেননি সুনীল। ওভালে ম্যাচের পর সব ধারাভাষ্যকারদের নিয়ে নেমে পড়লেন মাঠে। বাউন্ডারির ধারে গানের সঙ্গে নাচের ছন্দেও পা মেলালেন তিনি। তবে সেসবের মাঝেও একজন অভিভাবক হিসেবে শাসন করতে একবারও পিছুপা হননা তিনি। এই টেস্ট সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে মাত্র তিনটি টেস্ট ম্যাচেই খেলেছেন জশপ্রীত বুমরাহ। তবে সেই জিনিসটিকে খুব একটা ভালো চোখে দেখেননি তিনি। দেশের জন্য যখন জওয়ানরা নিজেদের উজাড় করে দেন, সেক্ষেত্রে খেলার সময় কেনো এতো বাধা বিপত্তি মানতে হবে? এমনটাই বলেছেন তিনি। কারোর নাম না করেই গাভাস্কার বলেন, “সর্বক্ষণ যদি তুমি ওয়ার্কলোড নিয়ে কথা বলো, তাহলে কখনই সেরা প্লেয়ার হতে পারবে না। তুমি যখন দেশের হয়ে খেলছো তখন তোমার কোথায় চোট আঘাত আছে সব ভুলে দেশের হয়ে খেলতে হবে। দেশের জওয়ানরাতো কখনও এমন অভিযোগ করেননা। প্রবল শীত ও গরমের মধ্যেও তাঁরা দেশের জন্য জীবন দিতে পর্যন্ত তৈরি থাকেন। তোমাকেও দেশের জন্য সেরাটা দিতে হবে। দেশের হয়ে খেলাটা গর্বের, সৌভাগ্যের”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা