রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধরা অব্যাহত থাকলো মোহনবাগানের। সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে বিএসএফকে ৪-০ গোলে হারিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচের মতো, এদিনের ম্যাচেও জোড়া গোল করেছেন লিস্টন কোলাসো। এছাড়াও গোল পেয়েছেন মনবীর সিং ও সাহাল আবদুল সামাদ।
প্রথম ম্যাচে সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে খেলতে নেমেছিল মোহনবাগান। তবে এদিন ম্যাচের ডাগ আউটে ছিলেন হেড কোচ জোসে মোলিনা। এছাড়াও সদ্য কলকাতায় আসা বিদেশি টম অলড্রেডকে শুরু থেকেই খেলিয়েছেন তিনি। পাশে ভারতীয় ডিফেন্ডার হিসেবে উপস্থিত ছিলেন দীপেন্দু বিশ্বাস। শুরুর দিকে গোটা দলের মধ্যে বোঝাপড়ার অভাব চোখে পড়েছিল। যে কারণে একাধিকবার মোহনবাগানের বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন বিএসএফের ফুটবলাররা। যদিও তাদের আক্রমণ একেবারেই নিস্প্রভ হওয়ায়, সেভাবে কোনো দাগ কাটতে পারেননি তারা। তবে আক্রমণের থেকেও নিজেদের রক্ষণ সামলানোর দিকে বেশি জোর দিয়েছিল বিএসএফ ফুটবলাররা। মোহনবাগানের একের পর এক আক্রমণ গিয়ে পড়ছিল তাদের রক্ষণে। যেই সুবাদে ম্যাচের ২৪ মিনিটের মাথায় মনবীর সিংয়ের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমার্ধে এক গোলেই এগিয়ে থাকে জোসে মোলিনার দল।
তবে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলেন বাগান ফুটবলাররা। যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই লিস্টন কোলাসো। ৫৩ মিনিটে প্রথম গোলটি করলেন তিনি। দ্বিতীয় গোলটি পেতেও খুব বেশি অপেক্ষা করতে হলোনা তাঁকে। ৫৮ মিনিটে ফের গোল করলেন তিনি। দুমিনিট পর গোল পেলেন সাহাল আব্দুল সামাদও। যেই সুবাদে বিএসএফকে ৪-০ গোলে হারিয়ে, জয় পেয়েছে মোহনবাগান। পরবর্তী ম্যাচে গ্রুপ শীর্ষে থাকা ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হবে জোসে মোলিনার দল।