রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দরের অদম্য লড়াইয়ের সুবাদে, ম্যানচেস্টার টেস্ট ড্র করলো ভারত। ফলে সিরিজে এখনও টিকে থাকল শুভমন গিলের দল। যদিও একটা সময় মনে হয়েছিল সহজেই ম্যাচটি জিতে নেবে ইংল্যান্ড। গিল ও রাহুলের উইকেট পড়ার পর, এমনটাই আশঙ্কা ছিল। তখনই পরিত্রাতার ভূমিকা নিলেন বহু যুদ্ধের নায়ক রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ১০৭ রানের ইনিংস খেলেন তিনি। তার যোগ্য সঙ্গ দিয়েছেন ওয়াশিংটন সুন্দরও (১০১)। পাশাপাশি জীবনের প্রথম সেঞ্চুরিটি করলেন তিনি।
ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে ৩৫৮ রান করেছিল ভারত। জবাবে ব্যাটিং করে ৬৬৯ রান করেন বেন স্টোকসরা। ভারতের সামনে ৩১১ রানের লিড রাখেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। এদিকে চতুর্থ দিনের শুরুতে ক্রিস ওকসের পরপর দুটি বলে দুটি উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় ভারত। লাঞ্চে যাওয়ার আগে ভারতের রান তখন ১ রানে ২ উইকেট। তবে লাঞ্চের পরে ঠান্ডা মাথায় ব্যাটিং করতে দেখা যায় অধিনায়ক শুভমন গিল এবং কেএল রাহুলকে। চতুর্থ দিনের শেষে ৮৭ রানে অপরাজিত ছিলেন রাহুল। শুভমান গিল অপরাজিত ছিলেন ৭৮ রানে। পঞ্চম দিনের শুরুতে ৯০ রান করে আউট হন রাহুল। তবে লড়াই চালিয়ে গেছেন গিল। শেষ পর্যন্ত ২২৮ বলে সেঞ্চুরি করেন গিল। অবশেষে জফ্রা আর্চারের বলে নিজের উইকেট হাতছাড়া করেন গিল।
এদিকে ম্যাচের ১৩৮তম ওভারের মাথায় বেন স্টোকসের ড্রয়ের প্রস্তাব ফিরিয়ে দেন ভারতের অধিনায়ক শুভমন গিল। খেলার বাকি তখনও দেড় ঘণ্টা। জাদেজা এবং ওয়াশিংটন দুজনেই নিজেদের সেঞ্চুরির অনেকটা কাছে। স্টোকসকে জাদেজা জানান, তাঁরা আরও ব্যাট করতে চান। বাধ্য হয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন আম্পায়ারা।