রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ধরে একটা জল্পনা চলছিলই। আমরা আগেই জানিয়েছিলাম চলতি মরশুমে মোহনবাগান জার্সি গায়ে চাপাতে চলেছেন পঞ্জাব এফসির তরুণ ডিফেন্ডার অভিষেক টেকচাম সিং। যদিও এখনও পর্যন্ত মোহনবাগানের পক্ষ থেকে সরকারি ঘোষণা হয়নি। কিন্তু ডুরান্ড কাপ শুরুর আগের দিনেই কলকাতায় পা রাখলেন অভিষেক সিং। শোনা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই কলকাতায় চলে আসবেন মোহনবাগানের ভারতীয় ব্রিগেড। তাহলে কি ডুরান্ড কাপেই সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে চলেছে অভিষেক সিংকে? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় বাগান জনতা৷