Connect with us

ডুরান্ড কাপ এবং আইএসএলে ভালো ফলের আশায় ডায়মন্ড হারবার এফসির নতুন ডিফেন্ডার মাইকেল কোর্টাজার। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন মরশুমের জন্য দল গঠনের কাজ জোরকদমে শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি। যেখানে একের পর এক তারকা বিদেশী এবং স্বদেশী ফুটবলারদের সই করিয়ে চমক দিচ্ছে কিবু ভিকুনার দল। তাদের মূল লক্ষ্য আইলিগ চ্যাম্পিয়ন হয়ে, পরবর্তী মরশুমে আইএসএলে পদার্পণ করা। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে ডায়মন্ড হারবার এফসি টিম ম্যানেজমেন্ট। কিছুদিন আগেই ক্লেটন সিভিয়েরাকে সই করিয়েছে তারা। ইতিমধ্যে কলকাতায় এসে প্রস্তুতিতেও নেমে পড়েছেন তিনি। এবারে ডায়মন্ড হারবার এফসি সই করিয়ে নিল স্প্যানিশ ডিফেন্ডার মাইকেল কোর্টাজার। সেন্টার ব্যাকের পাশাপাশি সাইডব্যাকেও খেলতে সিদ্ধহস্ত তিনি। মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে, মহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হবে ডিএইচএফসি। তার আগেরদিন নিজেদের মাঠেই সাংবাদিকদের সামনে নতুন বিদেশী মাইকেল করতাজারকে নিয়ে সাংবাদিক বৈঠক সারলেন ডিএইচএফসির কোচ কিবু ভিকুনা। আগামী ২৮ জুলাই, ডুরান্ড কাপের প্রথম ম্যাচটি খেলতে নামবে ডায়মন্ড হারবার এফসি। প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব। ফলে ডুরান্ড কাপের আগে, ডিএইচএফসি দলের সঙ্গে যুক্ত হতে পারে উচ্ছসিত মাইকেল কোর্টাজার। প্রাক্তন মোহনবাগান ফুটবলার জোসেবা বেইতিয়ার সঙ্গে কথা বলার পরই কলকাতায় আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাইকেল বলেন, “কলকাতায় আসার মূল কারণ হলেন বেইতিয়া। ভারত এবং কলকাতার ফুটবল সম্পর্কে ওর থেকে অনেক কিছু জেনেছি। তারপরেই এই ক্লাবে আসার সিদ্ধান্ত নিই এবং এই সিদ্ধান্তটা নিয়ে আমি যথেষ্ট খুশি”।

নিজের ২৬ বছরের ফুটবল জীবনে বেশিরভাগ সময়ই লেফট ব্যাক পজিশনে খেলেছেন মাইকেল। তবে খাতায় কলমে তিনি একজন সেন্টার ব্যাকের ফুটবলার। সেই বিষয়ে মাইকেল কোর্টাজার বলেন, “সেন্টার ব্যাক আমার পছন্দের পজিশন। তবে কখনও কখনও আমি লেফট ব্যাকেও খেলেছি। তবে আমি সেন্টার ব্যাকেই খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি”। সামনেই শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ। সেই বিষয়ে মাইকেল বলেন, “আমি আমার দলের বাকি ফুটবলারদের মুখে ডুরান্ড কাপ সম্পর্কে শুনেছি। দেশের অন্যতম বড় প্রতিযোগিতা এই ডুরান্ড কাপ। ফলে সেই প্রতিযোগিতায় খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি”। দেশের সর্বোচ্চ লিগ, আইএসএলে খেলার লক্ষ্যে ডায়মন্ড হারবার এফসি। যেই কারণে শক্তিশালী দল করে আইলিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি দেশের সর্বোচ্চ লিগে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। সেই বিষয়ে মাইকেল বলেন, “আমাদের মূল লক্ষ্য আইএসএলে যাওয়া। সেই লক্ষ্য নিয়েই আমি খেলতে এসেছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা