রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দলবদলের বাজারে একই দিনে তিনটি চমক দিলো ইস্টবেঙ্গল। যদিও সেই নিয়ে জল্পনার উঠেছিল বৃহস্পতিবার রাতের থেকেই। নিজেদের সমাজমধ্যমে একটি ভিডিও ছেড়েছিল ইস্টবেঙ্গল। যেখানে তারা লিখেছিলেন “ত্রয়ী” আসছে। তারপর থেকেই সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা ছিল যে কোন ফুটবলারের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল। তবে একসঙ্গে তিনটি নাম ঘোষণা করে একেবারে চমক দিলো ইস্টবেঙ্গল। অবশেষে এক বছরের চুক্তিতে শুক্রবার মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ ও কেভিন সিবিয়ের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। এদিকে বৃহস্পতিবার রাতেই শহরে পা রেখেছেন প্যালেস্টাইন জাতীয় দলের ফুটবলার মহম্মদ রশিদ। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তিন ফুটবলারের জার্সি নম্বরও জানানো হয়েছে। মিগুয়েল পরবেন ৮ নম্বর জার্সি, রশিদ পরবেন ৭৪ নম্বর ও সিবিয়ে পড়বেন ৬ নম্বর জার্সি। গত মরশুমটা একদমই ভালো যায়নি ইস্টবেঙ্গলের জন্য। যেই কারণে একাধিক বিদেশীকে বাদ দিয়ে কার্যত নতুন করে দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল।