রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লর্ডসে তৃতীয় টেস্টের শেষ ইনিংসে, ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৯৩ রান। তবে সেই রানও করতে পারলেন না টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। একের পর এক উইকেট হারিয়ে অবশেষে ভারতের ইনিংস শেষ হয়েছে ১৭০ রানে। অর্থাৎ ২২ রানে লর্ডসের তৃতীয় টেস্ট ম্যাচটি হেরে, এই মুহূর্তে সিরিজ আবারও পিছিয়ে পড়লো ভারত। যদিও শেষ পর্যন্ত একা হাতে লড়াই করে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তবুও সেই লড়াই কাজে এলোনা।
চতুর্থ দিনে ইংল্যান্ডকে ১৯২ রানেই থামিয়ে দিয়েছিল ভারত। সেই সময় মনে হয়েছিল হয়ত অনায়াসেই ম্যাচটি জিতে নেবে টিম ইন্ডিয়া। গোটা সিরিজে ভারতের ব্যাটসম্যানরা দারুন ছন্দে বিরাজ করছিলেন। যেই কারণে সকলের প্রত্যাশা ছিল শুভমন গিল, কেএল রাহুলদের উপরে। কিন্তু প্রত্যাশামতো সেটা করতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। চতুর্থ দিনের শেষে, প্রথম সারির তিন ব্যাটসম্যানের উইকেট খুইয়েছিল ভারত। যেখানে শূন্য রানে ফিরেছেন যশস্বী জয়সওয়াল। রান পাননি অধিনায়ক শুভমন গিল এবং করুন নায়ারও। নাইট ওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপও শিকার হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের। চতুর্থ দিনের শেষে অপরাজিত ছিলেন কেএল রাহুল। চতুর্থ দিনের শেষে ভারতের রান ছিল ৪ উইকেট হারিয়ে ৫৮ রান। পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে এসেছিলেন ঋষভ পন্থ। এই জুটির উপরে সব থেকে বেশি ভরসা ছিল ভারতের। অপরদিকে এই জুটিকে আউট করতে তৎপর ছিল ইংল্যান্ডও। আর্চারের বলেই আউট হয়ে ফেরেন ঋষভ পন্থ (৯)। ৩৯ রানে প্যাভিলিয়নে ফেরেন রাহুলও। এদিকে ওয়াশিংটন সুন্দর দারুন বল করলেও, ব্যাটিংয়ে দাগ কাটতে পারলেন না। অন্যদিকে রবীন্দ্র জাদেজার সঙ্গে অনেকক্ষণ ব্যাট করছিলেন নীতীশ রেড্ডি। কিন্তু মধ্যাহ্নভোজের ঠিক আগেই আউট হয়ে গেলেন তিনি। তারপর জসপ্রীত বুমরাহকে নিয়ে লড়াই চালিয়ে জন জাদেজা। কিন্তু সেই লড়াইও বেশিক্ষণ চলল না। আউট হয়ে গেলেন বুমরাহও। শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে এলেন মহম্মদ সিরাজ। তার সঙ্গেও বেশ কিছুক্ষণ জুটি বেঁধে ধীরে ধীরে জয়ের দিকে এগোচ্ছিলেন জাদেজা। তবে ভাগ্য সহায় ছিলনা ভারতের। সোয়েব বশিরের বল ডিফেন্স করেও, সেই বল মাটিতে পড়ে ঘুরে গিয়ে উইকেটে আঘাত করল। আলতো করে বেলটিও পড়ে গেল। ফলে শেষ উইকেটটিও পড়ল ভারতের। পাশাপাশি লর্ডসে ঐতিহাসিক জয়ের হাতছানিও শুভমন গিলের জন্য। এই মুহূর্তে সিরিজ ১-২ ব্যবধানে পিছিয়ে ভারত।