রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে, সিরিজে সমতায় ফিরেছে ভারত। তৃতীয় টেস্ট ম্যাচে, ঐতিহাসিক লর্ডসের মাঠে খেলতে নেমে, শুরুটা ভালো করলেও, দিনের শেষে কিছুটা চাপে রয়েছে ভারতীয় দল। অপরদিকে ৯৯ রানে অপরাজিত ব্যাট করছেন অভিজ্ঞ জো রুট। তার সঙ্গে যোগ্য সঙ্গ দিচ্ছেন অধিনায়ক বেন স্টোকস। ৩৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। যার ফলে দিনের শেষে ৪ উইকেট খুইয়ে ২৫১ রান করে সুবিধেজনক জায়গায় ইংল্যান্ড। এদিকে ম্যাচের শুরুতেই কিছুটা অস্বস্তিতে লাগছিল ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রুলিকে। তবে জল পানের বিরতির পর, প্রথম ওভারেই বল করতে এসে এই দুই ওপেনারকে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন নিতীশ কুমার রেড্ডি। প্রথম দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, “দুটো উইকেট পেয়ে খুব ভালো লাগছে। প্রয়োজনীয় সময় দলকে সাহায্য করতে পেরেছি। চোট থেকে ফিরে এসে এই লড়াইটা আমার জন্য একেবারেই সহজ ছিল না।”
ইতিমধ্যেই দুটি উইকেট তুলে নিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। সুযোগ রয়েছে ঐতিহাসিক লর্ডসের মাঠে পাঁচ উইকেট তুলে নেওয়ার। সেই বিষয়ে নীতিশ বলেন, “এসব নিয়ে এখনই ভাবছি না। দল যা চায় আমি তাই করতে চাই। তবে লর্ডসের মত মাঠে কে না ছাপ রেখে যেতে চায়। আমিও তার ব্যাতিক্রম নই।” এদিকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাহকে। তবে লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচটি খেলতে নেমে, প্রথম দিনের খেলায় সেরকমভাবে ছন্দে বোলিং করতে দেখা যায়নি বুমরাহকে। সেই প্রসঙ্গে নিতীশ বলেন, “বুমরাহ আমাদের বোলিং বিভাগের নেতা। ও যেভাবে বলছে, আমরা সেইভাবেই বল করার চেষ্টা করছি।” যদিও ঋষভ পন্থের চোট নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় শিবির। আঙুলে চোট পেয়ে পন্থ মাঠ ছাড়ার পর, উইকেট কিপিং করছিলেন ধ্রুব জুরেল। তাঁর চোট নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।