রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেও জয় অধরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। বুধবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল সাদা-কালো ব্রিগেড। এই ম্যাচে ০-৩ গোলে পরাজয় স্বীকার করে মেহেরাজউদ্দিন ওয়াডুর দল। অপরদিকে গোটা ম্যাচে দাপটের সঙ্গে ফুটবল খেলেছেন ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা। শুরু থেকেই জয়ের তাগিদে ফুটবল খেলছিল গোটা দল। এদিনের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে প্রথম গোলটি করেছেন দীপেশ মূর্মু। তারপর দুটি গোল করেছেন সাহিল হরিজন।
শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলে। যদিও ম্যাচের প্রথম গোলের সুযোগটি এসেছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে। তবে সেখান থেকে গোল তুলে নিতে ব্যর্থ হন তারা। ম্যাচের ২২ মিনিটে গোলের সুযোগ পেয়ে গেছিল মহামেডান ফুটবলার লালথানকিমা। তবে গোল তুলে নিতে ব্যর্থ হন তিনি। ২৮ মিনিটে একটি গোলমুখী শট নিয়েছিলেন ইউনাইটেড ফুটবলাররা। পরের মিনিটেই আক্রমনে উঠেছিল মহামেডানও। তবে দুই দলই গোল তুলে নিতে ব্যর্থ হয়। অপরদিকে ম্যাচের ৩২ মিনিটে লালকার্ড থেকে মাঠের বাইরে চলে যেতে হয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ফুটবলার আদিত্য থাপাকে। বক্সের ভেতরে মোহামেডান ফুটবলারকে ফাউল করে বসেন তিনি। যার ফলে পেনাল্টি পেয়ে যায় সাদা-কালো ব্রিগেড। তবে সেই পেনাল্টি থেকে গোল তুলে নিতে পারেনি সাদা-কালো ব্রিগেড। লালথানকিমার পেনাল্টি বাঁচিয়ে দেন ইউনাইটেড স্পোর্টসের গোলরক্ষক সৌরভ সামন্ত। প্রতিআক্রমণেই প্রায় গোল তুলে নিয়েছিলেন ইউনাইটেড স্পোর্টসের ফুটবলার সুজল মুন্ডা। এদিকে ম্যাচের ৪২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মহামেডানের ফুটবলার দীনেশ মিতেইকে। যার ফলে ইউনাইটেড স্পোর্সের মতই প্রথমার্ধে ১০ জন হয় যায় মোহামেডান। প্রথমার্ধের সংযুক্তি সময়ে বক্সের কিছুটা বাইরে থেকে ফ্রি-কিক পায় মহামেডান। তবে সেখান থেকেও গোল তুলে নিতে ব্যর্থ হন তারা। যার ফলে প্রথমার্ধের শেষে ফলাফল থাকে ০-০।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিল ইউনাইটেড। অপরদিকে ম্যাচের ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে লঙ্গাইহসাকার ভাসানো ফ্রি-কিক থেকেও গোল তুলে নিতে পারেনি মহামেডান। ম্যাচের ৬০ মিনিটে একটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন ইউনাইটেড ফুটবলার সাহিল হরিজন। তবে ৬৩ মিনিটে দীপেশ মূর্মুর গোলে এগিয়ে যায় ইউনাইটেড স্পোর্টস ক্লাব। পরের মিনিটেই আবারও একটি নিশ্চিত গোল প্রায় তুলে নিয়েছিলেন তিনি। প্রথম গোলটি তুলে নেওয়ার পর যেন আক্রমণে আরও বেশি ঝাঁজ বাড়াতে শুরু করেন ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা। ৭৪ মিনিটে ব্যবধান ০-২ করেন সাহিল হরিজন। ৭৭ মিনিটেই আরও একটি গোল করে, নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন সাহিল। বাঁপায়ের অনবদ্য শটে মহামেডান গোলরক্ষক শুভজিৎ ভট্টাচার্যকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। অপরদিকে ম্যাচের শেষের দিকে গোলের মড়িয়া চেষ্টা চালিয়েছিলেন মোহামেডান ফুটবলাররা। তবুও গোল তুলে নিতে পারেননি তারা। যার ফলে অবশেষে ০-৩ ব্যবধানে হেরেই, মাঠ ছাড়তে হয় সাদা-কালো ব্রিগেডকে। ম্যাচ শেষে মহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বলেন, “শুরুতে আমরা অনেক বোনের সুযোগ পেয়েছিলাম তবে সেখান থেকে আমরা গোল তুলে নিতে পারেনি। যেই কারণে ফলাফল আমাদের পক্ষে আসেনি। অপরদিকে ইউনাইটেড গোটা ম্যাচে দারুণ ফুটবল খেলেছে। তবে আমরা সবে দ্বিতীয় ম্যাচ খেলেছি। আশা করব আগামী ম্যাচগুলোর আগে আমাদের দলকে আরও বেশি সংঘবদ্ধ করে তুলতে পারবো”।