Connect with us

ENG vs IND: দলে ফিরছেন বুমরাহ? জানালেন গিল…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম টেস্টে পরাজয়, তার উপর দলের তারকা বোলার বুমরাহর অনুপস্থিতি। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টের শুরুতে বেশ চাপেই ছিল ভারত। তবে যা কেউ আশা করেনি ঠিক সেরকমই চমক অপেক্ষা করছিল ক্রিকেট দুনিয়ার জন্য। বুমরাহর অনুপস্থিতিতে জ্বলে উঠলেন অন্য দুই বোলার। একদিকে মহম্মদ সিরাজ অন্যদিকে আকাশ দীপ, দুইয়ের যুগলবন্দিতে ধসে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংসে ৭০ রান দিয়ে মোট ৬ টি উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ এবং ৮৮ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। আবার সেখানেই দ্বিতীয় ইনিংসে ৯০ রান দিয়ে ৬ টি উইকেট নিয়েছেন আকাশ দীপ এবং একটি উইকেট নিয়েছেন সিরাজ। ৩৬৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার এজবাস্টনে টেস্ট জিতে নিয়েছে ভারত। কিন্তু তারপরেও যে প্রশ্নটা কারোর মধ্যে থেকেই সরছে না তা হল বুমরাহ কবে ফিরবেন দলে? আর এবার এই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন অধিনায়ক শুভমন গিল।

লর্ডসে কি দেখতে পাওয়া যাবে বুমরাহকে? এই প্রশ্নের উত্তরে শুভমন জানালেন, “নিঃসন্দেহে!” তবে সিরাজ এবং আকাশের প্রশংসা করতে ভোলেননি অধিনায়ক। “যখন আপনার দলের দুজন ফাস্ট বোলার সতেরোটা উইকেট নেয় তখন অধিনায়কত্ব করা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ বুমরাহ এই ম্যাচে খেলেনি ঠিকই, তবে আমাদের দলে যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। দেশের শ্রেষ্ঠ বোলারদের মধ্যে বাছাই করে স্কোয়াড তৈরি হয়েছে এবং আমি বিশ্বাস করি যে কোন পরিস্থিতিতে এই দল কুড়িটা উইকেট নিতে সক্ষম।”

লর্ডসে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের জন্য মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড। এখন দেখার এই ম্যাচে মাঠে ফিরে কতটা ছাপ ফেলতে পারেন যশপ্রিত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা