রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দ্বিতীয় দিনের শেষে দাপট ছিল ভারতের। যেখানে ৫৮৭ রানের বিশাল স্কোর করার পর, ইংল্যান্ডের ব্যাটিংয়ের কোমড় ভেঙে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। মাত্র ৭৭ রানেই, ৫টি উইকেট তুলে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বসেছিল ভারত। তবে তৃতীয় দিনের শুরুতে কিছুটা খেলা ধরে ফেলেছিলেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। দুজনে মিলে ৩০৩ রানের পার্টনারশিপ তৈরি করে একটা বড় রানের দিকে ছুটে চলেছিলেন। এদিকে ইংল্যান্ডের ব্যাটারদের সামনে আত্মসমর্পণ করতে দেখা যাচ্ছিল প্রসিদ্ধ কৃষ্ণদের। কিন্তু অবশেষে আকাশ দীপের বলে হ্যারি ব্রুক আউট হওয়ায়, আবারও খেলায় ফিরল ভারত। শেষের দিকে আগুনে ছন্দে বোলিং করেছেন মহম্মদ সিরাজ। ৬টি উইকেট তুলেছেন তিনি। দিনের শেষে ৪০৭ রানেই শেষ হয়েছে ইংল্যান্ডের ইনিংস। ব্যাটিং করতে এসে তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৬৪ রানে ব্যাট করছে ভারত। এগিয়ে ২৪৪ রানে। ক্রিজে রয়েছেন কেএল রাহুল এবং করুন নায়ার।
দ্বিতীয় দিনে ভারতের বোলিংয়ের সামনে একেবারে অসহায় লেগেছিল ইংল্যান্ডের ব্যাটিংকে। অপরদিকে জো রুট (২২) এবং বেন স্টোকসকে (০) আউট করে ঝটকা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। তবে ম্যাচের হাল ধরে ইংল্যান্ডকে বড় রানের দিকে নিয়ে গেছেন হ্যারি ব্রুক (১৫৮) ও জেমি স্মিথ (১৮৪)। কার্যত টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে ব্যাট করছিলেন দুজনে। ঠিক তখনই হ্যারি ব্রুকের উইকেট তুলে নিয়ে ভারতকে খেলায় ফেরালেন বাংলার বোলার আকাশ দীপ। তারপরেই একের পর এক উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। সেইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মহম্মদ সিরাজ। ৭০ রান দিয়ে একাই ৬টি উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েছেন তিনি। ৮৮ রান দিয়ে ৪টি উইকেট পেয়েছেন আকাশ দীপও।