Connect with us

এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ই-তে ইস্টবেঙ্গল। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪-২৫ মরশুমের এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারী পর্যায়ের গ্রুপ ই-তে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল। এছাড়াও সেই গ্রুপে রয়েছে কিটচী এসসি (হন কং), ফ্নম পেনহ ক্রাউন এফসি (কম্বোডিয়া)। ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। সেই সুবাদেই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা পাকা করেছে অ্যান্থনি অ্যান্ড্রুসের দল। এবারে সেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ক্যাম্বোডিয়া উড়ে যাবেন তারা। যেখানে আসন্ন আগস্ট মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলবে রাউন্ড রবিন ফরম্যাটে খেলা। এছাড়াও পাঁচটি গ্রুপের শীর্ষে শেষ করা পাঁচ দল জায়গা করে নেবে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে। যেখানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি এফসি থেকে শুরু করে কোরিয়া রিপাবলিকের সুওয়ন এফসি, জাপানের টোকিও ভার্ডি বেলেজার মত দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা