রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিজের প্রাণ হারালেন ২৮ বছর বয়সী পর্তুগাল জাতীয় দলের ফুটবলার দিয়োগো জোটা। ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে খেলেন তিনি। স্পেনের জামোরা শহরে তার ভাই অ্যান্ড্রুর সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন জোটা। গাড়ি চলন্ত অবস্থায় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে, গাড়ির একটি চাকা ফেটে যায় তাদের। রাস্তা থেকে ছিটকে পড়ে যায় গাড়িটি। সঙ্গেসঙ্গে গাড়িতে আগুন ধরে যায় এবং গাড়িটি একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। স্পেনের এমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে দিয়োগো এবং অ্যান্ড্রুকে সেখানের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর পর, তাদের মৃত বলে ঘোষণা করা হয়। দিয়োগোর এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত গোটা ফুটবল বিশ্ব।