Connect with us

ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে অনিশ্চয়তা, ধন্দে বিসিসিআই

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রাজনীতির প্রভাব বরাবরই যে ক্রিকেটের উপর পড়েছে, এই বিষয়ে কোন সন্দেহ নেই। তবে এতদিন পর্যন্ত শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচের ক্ষেত্রেই রাজনৈতিক বিশৃঙ্খলতার কথা মাথায় রাখতে হত। এখন যদিও সেই গণ্ডি ছাড়িয়ে থাবা বিস্তৃত হয়েছে অন্যান্য ক্ষেত্রেও। অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলামের কথায় এমনই ইঙ্গিত মিলল।

বাংলাদেশে গিয়ে ভারতের মোট ছটি ম্যাচ খেলার কথা ছিল আসন্ন আগস্ট মাসে। এর মধ্যে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ আয়োজন করার কথা বাংলাদেশের। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে চোখ বোলালে বোঝা যাবে যে এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীন। জানা যাচ্ছে কেন্দ্র সরকারের অনুমতির ওপর নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বাংলাদেশ সফরের সিদ্ধান্ত। তবে আগস্ট মাসে ভারতের জন্য কোন ম্যাচ আয়োজন করতে না পারলেও আগামী দিনে অনায়াসেই আবার দুই দেশের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা হবে এমনটাই আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান সেই কথা। বলেন, “বিসিসিআইয়ের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। আসন্ন আগস্ট বা সেপ্টেম্বর মাসেই হয়তো এই প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হবে না, কারণ ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় দলের অনুমতি পাওয়ার একটি বিষয় রয়েছে। তবে আশা রাখি খুব শীঘ্রই আমরা আবার স্বাভাবিক নিয়মে ম্যাচ আয়োজন করতে পারব।”

প্রসঙ্গত বাংলাদেশ ক্রিকেটের পক্ষ থেকে আম্পায়ারদের বিশেষভাবে শিক্ষিত করে তোলার জন্য নিযুক্ত করা হয়েছে আইসিসির অন্যতম পরিচিত আম্পায়ার সাইমন টাফেলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা