রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত টেস্টে পরাজয়। পাশাপাশি এগবাস্টনেও অনিশ্চিত বুমরাহ। স্বাভাবিকভাবেই বেশ কিছুটা চাপে রয়েছে ভারতীয় দল। আর তার পাশাপাশি নজর রয়েছে ভারতের নেট প্র্যাকটিসেও। দ্বিতীয় টেস্টের আগে কী হতে চলেছে প্রথম একাদশ? আসছে নতুন মুখ? নাকি পুরনো ছকেই নতুন চমকের আশায় রয়েছেন গিল? ছড়িয়ে রয়েছে একাধিক সূত্র। আর এবার সেই জল্পনা আরো কিছুটা উস্কে দিলেন ভারতের সহকারী কোচ।
যদিও এখনই প্রথম একাদশে জায়গা পাবেন কি না সেই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি, তবুও উঠে আসছে নীতিশ রেড্ডির নাম। শুভমন গিল, কে এল রাহুলদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করতে দেখা যায় তাকে। এমনকি দলের নেট প্র্যাকটিস শুরু হওয়ার আগে গালিতে ফিল্ডিং করতেও দেখা যায় রেড্ডিকে। পাশাপাশি নেট প্র্যাকটিস শেষের মুখে বল হাতেও মাঠে ঢোকেন রেড্ডি। এর সাথে আরও একটি নাম উঠে আসছে বারবার। শার্দুল ঠাকুর। যদিও দলের মুখ্য ব্যাটসম্যানদের সময় বল করতে দেখা যায়নি ঠাকুরকে। অন্যদিকে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার পাশাপাশি দীর্ঘক্ষন বল করতে দেখা গেল ওয়াশিংটন সুন্দরকে। এই তিনজনের বোলিং খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিলেন কোচ গৌতম গম্ভীর এবং যশপ্রিত বুমরাহ। তবে এখন প্রশ্ন দুই স্পিনার নিয়ে মাঠে নামলে কাকে বাদ দিতে চলেছে ভারত।
অন্যদিকে নেট প্র্যাকটিসে বেশ কিছুটা সময় কাটালেন বুমরাহ নিজে। হালকা দৌড় আর ক্যাচ প্র্যাকটিসের পর তাকে দেখা গেল বোলিং করতেও। তবে এখনো পর্যন্ত ভারতের এই তারকা বোলার মাঠে নামার মত ফিট কি না, সেই বিষয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে।