রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলিতে ৫ উইকেটে টেস্ট ম্যাচ হেরে, ইতিমধ্যে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। আগামী ২ জুলাই, বার্মিংহামে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। তবে সেই ম্যাচে হয়তো খেলবেন না জশপ্রীত বুমরাহ। এদিকে প্রথম টেস্টে ভারতীয় বোলিংয়ে বুমরাহ ছাড়া আর কাউকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যায়নি। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে সেই বিষয়টি পরিষ্কার করে গেলেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। অবশ্য তিনি এটা নিশ্চিত করে গেছেন যে ওয়ার্কলোড বা চোট সংক্রান্ত কোনও সমস্যা নেই বুমরাহর। কিন্তু পরে ম্যাচে খেলবেন কিনা, সেটা তিনি এখনই নিশ্চিত করেননি। তিনি বলেন, “আমরা সবাই জানি টেস্ট সিরিজ শুরুর আগেই যে বুমরাহ এই সিরিজে তিনটি টেস্ট খেলবে। প্রথম টেস্টের পর মাত্র আট দিন বিশ্রামের সময় পেয়েছে বুমরাহ। ফলে ওর এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি”। এছাড়াও তিনি বলেছেন, “পিচ, পরিস্থিতি এবং ওয়ার্কলোড সংক্রান্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হচ্ছে। এবারে পিচ বুঝে আমরা সেই সিদ্ধান্ত নেবো। শুধু এই টেস্ট ম্যাচটিই নয়, আমাদের কিন্তু আগামী লর্ডস, ম্যাঞ্চেস্টার ও ওভাল টেস্টের কথাও ভাবতে হচ্ছে। ওকে আমরা খেলানোর জন্য মরিয়া হয়ে আছি”।
এদিকে বুমরাহ না খেলতে পারলে, সেই জায়গায় কে খেলবেন? জল্পনা উঠছে যে হয়ত শুরু করবেন কুলদীপ যাদব। এছাড়াও দলে ঢুকতে পারেন নীতীশকুমার রেড্ডিও। সেই প্রসঙ্গে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানান, “আমরা মনে করি বুমরাহকে ছাড়াও এই সিরিজে আমরা সমতায় ফিরতে পারব। তবে পরের ম্যাচে আমরা এটুকু নিশ্চিত যে দুজন স্পিনার খেলাবো। কিন্তু সেটা করা হবেন, তা এখনই বলা সম্ভব না”।