Connect with us

ENG vs IND:  বুমরাহ প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচে, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে হারতে হয়েছে ভারতীয় দলকে। টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান পেলেও, ভারতকে ভুগিয়েছে তাদের মিডল এবং লোয়ার অর্ডার। পাশাপাশি বোলিং বিভাগেও বুমরাহ ছাড়া আর কাউকেই সেরকমভাবে ম্যাচে দাগ কাটতে দেখা যায়নি। এদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে, ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত হওয়া পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজের মধ্যে মাত্র তিনটিতেই খেলতে পারবেন বিশ্বের এক নম্বর জোরে বোলার জসপ্রীত বুমরাহ। এবারে সেই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকেই আঙুল তুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। 

২ জুলাই থেকে বার্মিংহামে শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এদিকে মাত্র তিনটি টেস্ট ম্যাচেই খেলতে পারবেন বুমরাহ। যেটা ভারতীয় দলের জন্য একটা চিন্তার বিষয় বলেই মনে করছেন ডিভিলিয়ার্স।সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, “এটা ভারতের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে একটা অনভিজ্ঞ বোলিং লাইন নিয়ে ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে তাদের খেলতে হবে। তবে দলে বুমরাহর মত একজন অভিজ্ঞ বলার থাকা সত্ত্বেও, তিনি সবগুলি ম্যাচে খেলতে পারবেন না। এটা পুরোটাই ভারতীয় দলের ম্যানেজমেন্টের উপর। এমন একজন বোলারকে গোটা সিরিজের জন্য তৈরা রাখাটা প্রয়োজন। যদিও এক্ষেত্রে আর্শদীপ সিং এবং কুলদীপ যাদবের মতো বোলাররা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা