রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে জয়ের ধারা অব্যাহত ভারতের মহিলা ব্রিগেডের। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে পর্যদুস্ত করার পর, রবিবার দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৪-০ গোলে হারালো ভারতের মেয়েরা। এদিন জোড়া গোল পেয়েছেন মনীষা কল্যাণ। বাকি দুটি গোল করেছেন অঞ্জু তামাং এবং লিডা কম।
গত ম্যাচে একটা বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারতীয় দল। ফলে স্বাভাবিকভাবে এই দলের প্রত্যেকটা ফুটবলার যথেষ্ট বেশি আত্মবিশ্বাসী ছিলেন। সেই আত্মবিশ্বাস দেখা গেল এদিনের ম্যাচেও। শুরু থেকেই তিমুরের বিরুদ্ধে আক্রমণাত্মক ছন্দে ফুটবল খেলতে দেখা যায় ভারতকে। যেই সুবাদে ম্যাচের ১২ মিনিটের মাথায়, মনীষার গোলে এগিয়ে যায় ভারত। তারপরও প্রথমার্ধে যথেষ্ট বেশি তুল্যমূল্য লড়াই চলে দুই দলের মধ্যেই। অপরদিকে বেশ কয়েকবার গোল পরিশোধের মরিয়া চেষ্টা করেছিল তিমুর দলও। তবে কাজের কাজ কিছুই হয়নি। যার ফলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে ভারত। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্যবধান ২-০ করেন অঞ্জু তামাং। ম্যাচের ৮০ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন মনীষা কল্যাণ। অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে, লিডা কমের গোলে, ৪-০ ব্যবধানে তিমুর লেস্তেকে উড়িয়ে দিল ভারতের মহিলা ব্রিগেড। ইরাকের বিরুদ্ধে ২ জুলাই এবং থাইল্যান্ডের বিরুদ্ধে ৫ জুলাই পরবর্তী ম্যাচ খেলবে ভারত।