Connect with us

ENG vs IND: “দ্বিতীয় টেস্টে বুমরাহকে দরকার”। কি বলছেন ভারতের প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী? জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচে জয়ের মুখ দেখেনি ভারত। পাশাপাশি খারাপ ফিল্ডিং, অসংখ্য ক্যাচ মিসের কারণে ভুগতে হয়েছে ভারতকে। শুধু তাই নয় বোলিং বিভাবেগেও একা জসপ্রীত বুমরাহ ছাড়া আর কাউকেই ছন্দে পাওয়া যায়নি। প্রথম ইনিংসে তাঁর পাঁচ উইকেটের সুবাদেই লিড নিয়ে পেরেছিল ভারত। ভারতীয় বোলারদের এরম হতশ্রী পারফরম্যান্সের পরেও, পাঁচ টেস্টের সিরিজে বুমরাহকে তিনটির বেশি ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু এই সিদ্ধান্ত নিলে ভারতের জন্য আরও বিপর্যয়ের সৃষ্টি হবে বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। 

তার মতে, “পরবর্তী ম্যাচে যদি বুমরাহ বিশ্রাম নেয়, তাহলে ভারত এই সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়বে। এই মুহূর্তে আমরা ইংল্যান্ডের পিছু পিছু ছুটছি। এই সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করাটাই ভারতের মূল অস্ত্র হওয়া উচিত। আর সেই সময় বুমরাহকে দরকার। তবে আমার মনে হয় বুমরাহ পরের ম্যাচেই বিশ্রাম চাইবে। কারণ লর্ডসে ও অবশ্যই খেলতে চাইবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা