রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গায়ানা দেশের ফুটবল সচিব পদে নিয়োজিত হলেন বাংলার পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়। কয়েক মাস আগেই আইএফএর সিইও পদে যোগ দিয়েছিলেন এই বাঙালি ফুটবল কর্তা। এছাড়াও দীর্ঘদিন তিনি কাজ করেছেন ভারতীয় ফুটবল ফেডারেশনেও। এবারে সেখান থেকেই, ফিফা র্যাঙ্কিংয়ে ১৫২ নম্বর স্থানে থাকা গায়ানা দলের দায়িত্ব নিলেন তিনি। আগামী ১ আগস্ট থেকে নতুন দায়িত্ব পালন করবেন পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়। এই মুহূর্তে ফিফা সামিটে যোগ দিতে আমেরিকায় রয়েছেন তিনি। গায়ানা ফুটবল ফেডারেশনের তরফে পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়কে সচিব হিসেবে নিয়োগ করার প্রসঙ্গে জানানো হয়েছে, “অসাধারণ যোগ্যতা এবং ফুটবল ফেডারেশনের কৌশলগত পদ্ধতিকে কাজে লাগাতেই পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়কে সচিব হিসেবে নির্বাচন করা হয়েছে”।