Connect with us

মেসির গোলেই জয় ইন্টার মিয়ামির

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মিশরীয় ক্লাব আহলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মিয়ামি। ফলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিলনা মেসিদের। লিওনেল মেসির করা গোলেই এফসি পোর্তোর বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার বিকেলে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মিয়ামির দ্বিতীয় অর্থাৎ জয়সূচক গোলটি করেন মেসি। চোখধাঁধানো ফ্রি-কিকে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। মিয়ামির হয়ে আরেকটি গোল করেন সেগোভিয়া। ম্যাচের ৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে এফসি পোর্তোকে এগিয়ে দিয়েছিলেন সামু আগেহোয়ার। অবশেষে লিওনেল মেসির দর্শনীয় গোলে জয় নিশ্চিত করে ইন্টার মিয়ামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা