রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। ভারতের হয়ে গোল করলেন ড্যানি মিতেই, ওমুং ডোডুম এবং প্রশান্ত জাজো। ১৪ মিনিটের মাথায় ড্যানির গোলে এগিয়ে যায় ভারত। ৭ মিনিট পরেই ব্যবধান বাড়ায় ভারত। দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা করে মালদ্বীপ। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু বিক্ষিপ্ত গোলের সুযোগ পায় মালদ্বীপ। অবশেষে, ৬৬ মিনিটে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন প্রশান্ত।অন্যদিকে, নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশ। ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে তারা।