Connect with us

IPL 2025: কেকেআরের বিরুদ্ধে অধিনায়কত্ব করতে পারেন বিরাট। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ৯ দিন বন্ধ থাকার পর শনিবার আবার শুরু হতে চলেছে আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একদিকে যখন কলকাতার কাছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। তখন অন্যদিকে, বেঙ্গালুরু আর এক ম্যাচ জিতলেই প্লে অফের টিকিট নিশ্চিত করবে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের জন্য অনিশ্চিত আরসিবির অধিনায়ক রজত পাতিদার।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচটায় ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন রজত। এখন চোট সারিয়ে মাঠে ফেরার জন্য সম্পূর্ণ সুস্থ নন তিনি। শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামলেও ফিল্ডিং করবেন না তিনি। শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য ব্যবহার করা হতে পারে তাঁকে। তাই যদি হয়, তাহলে ফিল্ডিংয়ের সময় আরসিবির অধিনায়কত্ব সামলাবেন বিরাট কোহলি। গত মরশুমেও বেশ কয়েকবার দেখা গিয়েছিল, অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসির পরিবর্তে অধিনায়কত্ব করেছিলেন কোহলি। এখন দেখার আরও একবার সেই ছবি দেখা যায় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা