রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুম রিয়াল মাদ্রিদ ট্রফি না পেলেও, একের পর এক নজির গড়ে চলেছেন তাদের দলের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। বুধবার রাতে মায়োরকাকে হারিয়ে ৭২ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন এমবাপে। মায়োরকার বিরুদ্ধে প্রথম গোলটি করেন এমবাপে। সেই সঙ্গেই রিয়ালের ইতিহাসে প্রথম ফুটবলার হিসাবে লা লিগায় প্রথম মরশুমেই ২৮টি গোল করলেন তিনি। অপরদিকে সংযুক্ত সময়ে জাকোবো রামনের গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপের জন্য এই মরশুম খুব একটা ভাল না গেলেও, চলতি মরশুম সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছেন মোট ৪০টি গোল। এমনকি রিয়ালের তারকারা যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমারাও এই নজির গড়তে পারেননি। একদিকে যেমন নজির গড়েছেন এমবাপে, তেমনই বিপদে পড়েছেন রিয়ালের ফুটবলার রাউল আসেনসিয়ো। এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তিনি ছাড়াও রয়েছেন আরও চার ফুটবলার।