রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি বছর আইপিএলে সুযোগ পাননি কোনো বাংলাদেশী ক্রিকেটাররা। তবে মরশুমের শেষের দিকে এসে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের জোড়ে বোলার মুস্তাফিজুর রহমান। তবে সুযোগ পেলেও, বিসিবির “গোয়ার্তুমির” কারণে, আইপিএলে খেলা নিয়েও সংশয় দেখা দিচ্ছে মুস্তাফিজুরের। যা শোনা যাচ্ছে যে বাংলাদেশের বাঁ-হাতি এই পেসারকে আইপিএলে খেলার অনুমতি দেয়নি বিসিবি। যেই কারণে আইপিএলে খেলতে এসেও, জাতীয় দলের হয়ে টি-২০ খেলতে আমিরশাহী চলে জেতে হচ্ছে মুস্তাফিজুরকে।
দিল্লি ক্যাপিটালসের তারকা অজি জোরে বোলার মিচেল স্টার্ক খুব সম্ভবত বাকি আইপিএলে নেই। তাঁর পরিবর্ত হিসাবেই এই অভিজ্ঞ বাংলাদেশি পেসারকে দলে চাইছিল দিল্লি ক্যাপিটালস। তবে মুস্তাফিজুর রহমান দিল্লি দলের সঙ্গে যোগ দিলেও, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে জন্য হয়েছে, মুস্তাফিজুরের ব্যাপার নিয়ে নাকি কিছুই জানে না তারা। শারজায় ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যেই উড়ে গিয়েছে বাংলাদেশ। সেই দলের সঙ্গেই গিয়েছেন মুস্তাফিজুরও। তবে এখানে প্রশ্ন হলো, বাকি মরশুমের জন্য মুস্তাফিজুরকে কি আদৌ পাবে দিল্লি ক্যাপিটালস? আদৌ তাঁকে আইপিএলে খেলার ছাড়পত্র দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? বাকি উত্তর সময় দেবে।