Connect with us

পর্তুগালের অনূর্ধ্ব ১৫ দলে অভিষেক রোনাল্ডোপুত্র রোনাল্ডো ডস সান্টোস জুনিয়রের। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পর্তুগালের জাতীয় দলে অভিষেক ঘটল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলে রোনাল্ডো ডস সান্টোস জুনিয়রের। তবে সিনিয়র দলে নয়, মাঠে নেমেছেন পর্তুগালের অনূর্ধ্ব ১৫ দলের হয়ে। মঙ্গলবার ভ্লাটকো মার্কোভিচ যুব টুর্নামেন্টে পর্তুগালের ম্যাচ ছিল জাপানের বিরুদ্ধে। সেই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন তার ঠাকুমা তথা রোনাল্ডোর মা ডলোরেস আভেইরো। সেই ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল অনূর্ধ্ব ১৫ দল। হ্যাটট্রিক করেন রাফায়েল কাব্রাল। বদলী হিসেবে মাঠে এসেছিলেন রোনাল্ডো জুনিয়র।

ম্যাচের ৫৪ মিনিটে মাঠে নামলেও, বাবার মতোই সকলের নজর কেড়েছেন ১৪ বছর বয়সি জুনিয়র। তাছাড়া ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে নিজের সমাজমধ্যমে রোনাল্ডো লেখেন, “অভিষেকের জন্য অভিনন্দন। তোমায় নিয়ে গর্বিত।” এছাড়াও ২০১০ সালের বিশ্বকাপের পর্তুগাল জার্সি পরে নাতির জন্য গলা ফাটাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন রোনাল্ডোর মা ডলোরেস আভেইরো। উল্লেখ্য রোনাল্ডোর তারকা হয়ে ওঠার পিছনে ডলোরেসের অসংখ্য আত্মত্যাগ রয়েছে। সেই একইভাবে জুনিয়রকেও সমানভাবে সহযোগিতা করছেন তিনি। শুধু তাই নয়, রোনাল্ডোপুত্রের অনুশীলনেও নিয়মিত উপস্থিত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা