রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কাজে এল না শত অনুরোধ। শেষ পর্যন্ত লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন বিরাট। বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছিল। সচিন থেকে শুরু করে সুনীল গাভাস্কার, সকলেই একই অনুরোধ রেখেছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অবিচল থাকলেন ভারতীয় ক্রিকেটের রান মেশিন।
সোমবার সকালে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন বার্তা দিয়ে অবসরের সিদ্ধান্ত জানান বিরাট কোহলি। তিনি লিখলেন, “১৪ বছর আগে ভারতীয় ক্রিকেটে টেস্ট জার্সি গায়ে চাপিয়েছিলাম। প্রত্যাশার থেকেও অনেক বেশি কিছু পেয়েছি। এটাই সারা জীবনের শিক্ষা। এই ফরম্যাট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সহোদ ছিল না। কিন্তু আমি মনে করি এটাই সঠিক সময়। আমি যতদিন ছিলাম নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গিয়েছি। টেস্ট ক্রিকেট আমাকে খালি হাতে ফিরিয়ে দেয়নি। তাই আজ হাসিমুখে বিদায় নিচ্ছি।”