রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টেস্ট দল থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। সামনেই রয়েছে ইংল্যান্ড সফর। তবে বোর্ডের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে, হয়তো ইংল্যান্ড সিরিজে সব টেস্টে নাও খেলানো হতে পারে বুমরাহকে। ফলে তাঁর অধিনায়ক হওয়ার সম্ভাবনাও কম ছিল। এবারে বিদেশি এক সংবাদমাধ্যমের দাবি যে সেই দৌড় থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। নেতৃত্ব দিতে যে বুমরাহ রাজি নন, সেই কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি। যা খবর তাতে ইংল্যান্ড সফরে দলে ঢুকতে পারেন শার্দূল ঠাকুর।
আপাতত ভারতকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে রয়েছেন ঋষভ পন্থ এবং শুভমন গিল। যদিও শুভমনই সেই দৌড়ে এগিয়ে রয়েছেন। সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো ফর্মে না থাকলেও, আইপিএলে দারুন অধিনায়কত্ব করেছেন শুভমন। দলকে পরিচালন করার দক্ষতাও রয়েছে তাঁর মধ্যে। অপরদিকে হয়তো সহ-অধিনায়ক হিসেবেই পন্থকে নির্বাচিত করা হতে পারে। এদিকে ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পর, আইপিএলে লখনউয়ের জার্সি গায়েও নজর কেড়েছেন শার্দূল ঠাকুর। যদিও অস্ট্রেলিয়া সিরিজে তাঁর খেলার ইচ্ছে থাকলেও, সেই স্বপ্ন সফল হয়নি। ফলে ইংল্যান্ড সিরিজে খেলতে মুখিয়ে থাকবেন শার্দূল।